ভারতের সাহিত্য সম্মাননা পেলেন নজরুল বিশ্ববিদ্যালয় ভিসি সৌমিত্র শেখর

সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান
সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান  © টিডিসি ফটো

বাংলা সাহিত্য ও সমালোচনায় বিশেষ অবদানের জন্য ভারতের কলকাতার টেলিভিশন চ্যানেল হ্যালো কলকাতা ‘সাহিত্য সম্মান ২০২৪’ পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। 

বৃহস্পতিবার (২৭ জুন) কলকাতার শ্যামবাজারস্থ হ্যালো কলকাতা অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরকে সাহিত্য সম্মান স্মারক ও সনদপত্র তুলে দেন হ্যালো কলকাতা নিউজ, ইভেন্ট, পিআর, ফিল্ম, মিডিয়া স্টাডিজ, পাবলিকেশন গ্রুপের পরিচালক শ্রী আশিস বসাক। এসময় আরও উপস্থিত ছিলেন ভারতের আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটির পরিচালক শিক্ষাবিদ দেবকন্যা সেন। 

সম্মাননা প্রদান অনুষ্ঠানে উল্লেখ করা হয়, বাংলাদেশে উচ্চশিক্ষায় অধ্যাপক ড. সৌমিত্র শেখরের অবদান অনস্বীকার্য। তাঁর রচিত গ্রন্থ অধ্যয়ন করে এবং সেই ধারা অনুসরণ করে অনেকেই কর্মসূত্রে প্রতিষ্ঠিত হয়েছেন।

এছাড়াও শিক্ষা প্রশাসক হিসেবে তিনি যে দক্ষতার পরিচয় দিয়েছেন তা অনুসরণযোগ্য। তাঁর রচিত গ্রন্থে গবেষণার যে গভীরতা তা বাংলাদেশেই শুধু নয়, সমগ্র বাঙালির চিন্তাজগতে আলো ছড়ায়।

 

সর্বশেষ সংবাদ