ক্লাস বর্জন করে আন্দোলনে ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
- বিডিইউ প্রতিনিধি
- প্রকাশ: ১৯ মে ২০২৪, ০৬:৫২ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৪১ PM
গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে (বিডিইউ) সেমিস্টার ফি কমানোর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। রবিবার (১৯ মে) সকাল থেকে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ভবনের সামনে অবস্থান করে বিভিন্ন দাবি তুলে ধরেন তারা।
অতিরিক্ত সেমিস্টার ফি, ক্যাম্পাসের বিভিন্ন সুযোগ সুবিধা ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে তারা ক্লাস বর্জন করে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে। অযৌক্তিক এমেনিটিস ফি বাতিল এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত সকল প্রকার একাডেমিক কার্যক্রম বর্জন ঘোষণা করেছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি ডিজিটালের দোহাই দিয়ে সেমিস্টার ফি ও অপ্রয়োজনীয় এমিনিটিস ফি নেওয়া হচ্ছে যা অযৌক্তিক। প্রশাসনকে বার বার অবগত করার পরেও তারা কোন পদক্ষেপ নেয়নি। আগামী সপ্তাহে সেমিস্টার ফাইনাল পরীক্ষা কিন্তু প্রশাসন এখনও নিরব ভূমিকা পালন করছে।
শিক্ষার্থীরা আরও বলেন, ৮ বছর আগে আইন পাস হলেও এখনও ক্যাম্পাস স্থায়ীকরণের কার্যক্রম গ্রহণ করা হয়নি। শিক্ষকরা এ বিষয়ে কোন ধরনের কথা বলেননি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার জন্যে আহ্বান করলেও তারা অবস্থান কর্মসূচি চালিয়ে গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ইতিবাচক কোনো সাড়া না পাওয়ায় পরবর্তী কর্মসূচি কি হবে, সে বিষয়ে আলোচনা চলমান রয়েছে।