১৪ দিনের ছুটিতে অস্ট্রেলিয়া যাচ্ছেন কুবি উপাচার্য

অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈন
অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈন  © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈন ১৪ দিনের ছুটিতে অস্ট্রেলিয়া যাচ্ছেন। আগামী ৫ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত তিনি অস্ট্রেলিয়া অবস্থান করবেন বলে জানা গেছে। 

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রোকসানা বেগম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, তিনি তাঁর সন্তানদের সাথে দেখা করার জন্য অর্জিত ছুটির আওতায় ১৪ দিন অস্ট্রেলিয়া অবস্থান করবেন। অস্ট্রেলিয়া ভ্রমণ সংক্রান্ত যাবতীয় খরচ নিজেই বহন করতে হবে। এতে বাংলাদেশ সরকার বা বিশ্ববিদ্যালয়ের কোনো আর্থিক সংশ্লিষ্টতা থাকবে না। 

আরও পড়ুন: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পর ঢাবি ভর্তিতেও মেয়েদের চেয়ে পিছিয়ে ছেলেরা

আদেশে আরও বলা হয়, ভ্রমণ শেষে অফিসে রিপোর্ট করবেন এবং ভাইস চ্যান্সেলরের অনুপস্থিতিতে, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির ভাইস চ্যান্সেলরের রুটিন কাজগুলো সম্পাদন করবেন।

 

সর্বশেষ সংবাদ