ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃত্বে আশফাক-জহির

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃত্বে আশফাক-জহির
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃত্বে আশফাক-জহির  © সংগৃহীত

দেশের ইসলাম ধর্মভিত্তিক কয়েক হাজার শিক্ষালয়ের তদারক প্রতিষ্ঠান ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (আইএইউ) শিক্ষক সমিতি পুনর্গঠন করা হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে পাঠানো এ স্মারকলিপিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

স্মারকলিপিতে জানানো হয়েছে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বিগত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত সভার সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ০১ (এক) বছরের জন্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নিম্নরূপ পুনর্গঠন করা হলো।

আরও পড়ুন: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির যাত্রা শুরু

এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উচ্চশিক্ষালয়টির ইংরেজি বিভাগের প্রভাষক আশফাক আখতার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরবি বিভাগের প্রভাষক মো. জহিরুল ইসলাম।

এছাড়াও পুনর্গঠিত এ কমিটিতে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক ড. জাভেদ আহমাদকে প্রথম সহ-সভাপতি, একই বিভাগের প্রভাষক মো. হারুনুর রশীদকে দ্বিতীয় সহ-সভাপতি, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মুহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরীকে কোষাধ্যক্ষ এবং আরবি বিভাগের প্রভাষক মো. জাহেদ উল্লাহকে দপ্তর সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ