বইমেলায় জবির ৩টি বইয়ের মোড়ক উন্মোচন
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫২ PM , আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৫ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রকাশিত নতুন তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। সোমবার (৫ ফেব্রুয়ারি) বাংলা অ্যাকাডেমির প্রাঙ্গণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্টলে (স্টল নং: ৮১১-৮১২) বইগুলোর মোড়ক উন্মোচন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক ও প্রকাশনা মুদ্রণ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তাবৃন্দ ।
নতুন প্রকাশিত তিনটি বই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ড. মো. নঈম আকতার সিদ্দিকের লেখা ‘বাংলাদেশের স্থানীয় পর্যায়ের উন্নয়নে সংসদ সদস্যদের ভূমিকা; ইতিহাস বিভাগের সম্পাদিত গ্রন্থ ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ও বাংলাদেশ’ এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ড. মো. ইব্রাহীম খলিলের লেখা ‘ভোলা জেলার মানতা সম্প্রদায়ের জীবন ও ধর্ম: সমীক্ষা’। তন্মধ্যে ‘বঙ্গবন্ধু ও শেখ মুজিব’ গ্রন্থটি সম্পাদনা করেছেন ইতিহাস বিভাগের তিন জন শিক্ষক।
উল্লেখ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০১৮ সাল থেকে ধারাবাহিকভাবে অমর একুশে বই মেলায় অংশগ্রহণ করে আসছে এবং এপর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে মোট ২৭টি বই প্রকাশিত হয়েছে।