চবি সাংবাদিককে মারধরের বিচার চায় সন্দ্বীপ ছাত্র ফোরাম
দৈনিক আলোকিত বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মিনহাজ তুহিনের ওপর হামলাকারীদের সুষ্ঠু বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর স্মারকলিপি দিয়েছে সন্দ্বীপ ছাত্র ফোরাম, চবি। সংগঠনের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক রাশেদ মারফি সাক্ষরিত এক স্মারকে এই বিচার চাওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, গত ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র্যাগ নামক হয়রানিতে বাঁধা দেওয়ায় সন্দ্বীপ ছাত্র ফোরাম চবি'র দপ্তর সম্পাদক সাংবাদিক মিনহাজ তুহিনের উপর অন্যায়ভাবে হামলা চালায় ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এসব সন্ত্রাসীদের কারণে সাধারণ শিক্ষার্থীরা এখন উদ্বিগ্ন।
এতে আরো বলা হয়, বিভিন্ন দলের পরিচয় দিয়ে ছাত্র নামধারী অছাত্ররা সাধারণ শিক্ষার্থীদের হয়রানি করছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা ভর্তিচ্ছুসহ প্রথমবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অকারণেই লাঞ্ছনা করছে এসব অছাত্ররা। এদের যন্ত্রণায় অনেক অভিভাবক তাদের ছেলেমেয়েদের বিশ্ববিদ্যালয়ে পাঠাতে পর্যন্ত ভয় পাচ্ছে।
স্মারকলিপিতে আসন্ন ভর্তি পরীক্ষার কথা বিবেচনা ক্যম্পাসে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এবং সাংবাদিক মিনহাজ তুহিনের ওপর হামলাকারীদের কঠোর শাস্তির অনুরোধ জানায় সংগঠনটি।