জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

  © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। 

উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছোট হওয়ায় অভ্যন্তরে মোটরসাইকেল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কারণ অভ্যন্তরে মোটরসাইকেল চালানো হলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করে নির্দিষ্ট স্থানে মোটরসাইকেল পার্কিং করে হেঁটে নিজ নিজ বিভাগে যাবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস আয়তনের দিক থেকে ছোট ক্যাম্পাস হওয়ায় যত্রতত্র ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল পার্কিংয়ে সংকুচিত হয়ে পড়েছে শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণার স্থান। এ নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ক্ষোভ রয়েছে। এছাড়াও মোটরসাইকেল চলাচলের কারণে দুর্ঘটনার শিকার হয়েছেন বেশ কিছূ শিক্ষার্থী।   


সর্বশেষ সংবাদ