ফেসবুকে ‘হা হা’ রিয়্যাক্ট দেয়ায় সহপাঠীর নাক ফাটালেন ববি শিক্ষার্থী

বরিশাল বিশ্ববিদ্যালয়
বরিশাল বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

ফেসবুকে আপলোড করা ছবিতে ‘হা হা’ রিয়্যাক্ট দেওয়ার জেরে সহপাঠীকে মারধর করে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থী আরিফ হোসেন শান্তর বিরুদ্ধে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দিনগত রাতে ববি ক্যাম্পাস সংলগ্ন ভোলা রোডের ট্র্যাফিক পুলিশ বক্সের সামনে এই ঘটনা ঘটে। অভিযুক্ত শান্ত শাখা ছাত্রদলের সদস্যও। পরে আহত শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।

আহত শিক্ষার্থীর নাম জাকির হোসেন (২৩)। তিনি ববির বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের ছাত্র। অভিযুক্ত শান্ত একই বিভাগের ছাত্র ও বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখা কমিটির সদস্য। 

এই ঘটনায় আহতের আরেক সহপাঠী গোলাম রব্বানী জানান, আমি ও জাকির রাত ১০টার দিকে ভোলার রোডে বাজার করতে যাই। ঘটনার সময় জাকির আমার কাছ থেকে একটু দূরে দাঁড়ানো ছিল। এ সময় হঠাৎ দেখি শান্ত এসে জাকিরের বাম চোখে আঘাত করছে। এরপর জাকিরের শরীরের অন্যান্য স্থানে ঘুসি আঘাত করে শান্ত। জাকিরকে উদ্ধার করে শেবাচিমের চক্ষু বিভাগে ভর্তি করা হয়েছে। 

আহত শিক্ষার্থী জাকির বলেন, শান্তর একটা ছবিতে আমি ‘হা হা’ রিয়্যাক্ট দিয়েছিলাম। এরপরই শান্ত আমার মেসেঞ্জারে অশ্রাব্য ভাষা প্রয়োগ করেছে। পরে আমি কোথায় আছি তা জানতে চায় শান্ত। তখন শান্তকে বলি, ‘আমি ভোলার রোডে আছি।’ তারপর অল্প সময়ের মধ্যে এসে শান্ত আমার চোখে ঘুসি মারে। ঘুষির আঘাতে আমি মাটিতে লুটিয়ে পড়লে বুকে কিলঘুষি মারে শান্ত। এরপর নাক থেকে অনবরত রক্ত ঝরেছে।

অভিযুক্ত শান্ত বলেন, জাকির আমাকে বিভিন্নভাবে উসকানি দিয়ে ভোলা মোড়ে ডেকে নিয়ে হিট করেছে। আমার হাতে কামড় দিয়েছে। আত্মরক্ষার্থে আমি তাকে মারধর করেছি।

ববির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগের ছাত্র উপদেষ্টা পম্পা রানী মজুমদার বলেন, এ ধরনের ঘটনা কাম্য নয়। আমি ওই দু’জনের সঙ্গে কথা বলব।

ববি প্রক্টর ড. আব্দুল কাইউম বলেন, ফেসবুকে দেওয়ার রিয়্যাক্টকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে কিনা জানি না। অভিযোগ পেলে তদন্ত শেষে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence