উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট উদ্বোধন

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট উদ্বোধন
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট উদ্বোধন  © সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নতুন ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বাউবির গাজীপুরস্থ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে সোমবার আনুষ্ঠানিকভাবে নতুন ওয়েবসাইট উদ্বোধন করেন।

বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ.ফ.ম মেজবাহ উদ্দিন মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। এসময় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকতা ও কর্মচারীদের উপস্থিত ছিলেন।

নতুন ওয়েবসাইট উদ্বোধন করে উপাচার্য বাউবির ওয়েবসাইটে একাডেমিক প্রোফাইল, একাডেমিক কার্যক্রম ও প্রাতিষ্ঠনিক তথ্য সবসময়ে হালনাগাদ করার বিষয়টিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সংযুক্ত থাকার উদাত্ত আহ্বান জানান।

বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারের সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় কম্পিউটার বিভাগের মাধ্যমে ডাইনামিক এবং থিমেটিক করে এ ওয়েবসাইট তৈরি করা হয়েছে। উন্নতমানের সার্চ ইঞ্জিন ব্যবহার করায় যে কোনো ব্যক্তি এই ওয়েবসাইটের হোমপেজ পরিদর্শনের মাধ্যমে এক নজরে স্বল্প সময়ে প্রশাসনিক ও একাডেমিক তথ্যসহ সার্বিক শিক্ষা কার্যক্রমের পরিপূর্ণ তথ্য খুঁজে পাবেন।

আরও পড়ুন: বদলে গেল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের লোগো

ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে বাউবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলমসহ বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাউবির আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কম্পিউটার বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাসুম বিল্লাহ।


সর্বশেষ সংবাদ