নজরুল বিশ্ববিদ্যালয়ে ধ্রুব-৭২ স্থাপনার উদ্বোধন কাল

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়  © নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ৭২-এর সংবিধানে রাষ্ট্র পরিচালনার ৪টি মূলনীতি- জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার আদলে নির্মিত ভাস্কর্য 'ধ্রুব-৭২' উদ্বোধন করা হবে আগামীকাল।

১৬ ডিসেম্বরের দিন বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে অব্যবহৃত চারটি পিলারে ভাস্কর্যটির উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

সৌমিত্র শেখর বলেন, ৭২-এর সংবিধানকেন্দ্রিক কোনো স্থাপনা বা ভাস্কর্য কোথাও আছে কি-না জানি না। এবার বিজয় দিবসে নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হবে ধ্রুব '৭২। এই ভাস্কর্য সবসময় আগামী প্রজন্মকে আমাদের বাহাত্তরের সংবিধানের অসাম্প্রদায়িক চেতনার কথা স্মরণ করিয়ে দেবে।

বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চের সামনে বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি- জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা ফুটে উঠবে ভাস্কর্যের চারটি পিলারে। ভাস্কর্যের চারটি পিলারের উপরে বসানো হয়েছে প্রতীকী কলম, সমাবর্তন টুপি, বই ও বাংলাদেশের মানচিত্র। পিলারে রঙের কাজ শেষে এখন চলছে শেষ মুহূর্তের কাজ।

এ বিষয়ে রেজিস্ট্রার মো. হুমায়ুন কবীর বলেন, অনুষদ ভবনের সামনের চারটি পিলার অনেকদিন ধরেই শূন্য পড়ে ছিল। উপাচার্য ড. সৌমিত্র শেখর তাঁর নিজস্ব চিন্তা ও পরিকল্পনার মধ্যে দিয়ে চারটি পিলারকে এই ভাস্কর্যে রূপদান করলেন। বাহাত্তরের সংবিধানকে ধারণ করে তিনি যে ধ্রুব'৭২ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন সেটি অনন্য সাধারণ। ভবিষ্যতে এটি পরিচিতি পাবে 'সংবিধান আঙিনা' হিসেবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence