উপাচার্যের মৃত্যুতে জবিতে চার দিনব্যাপী নানা কর্মসূচি

উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক
উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক  © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের মৃত্যুতে শোক দিবস পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তাছাড়া শোক বই উন্মুক্ত, আলোচনা সভাসহ নানা কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রসাশন। রবিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক গত ১১ নভেম্বর ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। উপাচার্যের মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচিগুলো হলো ১৩ নভেম্বর হতে ১৬ নভেম্বর পর্যন্ত অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের স্মরণে শোক বই উন্মুক্ত থাকবে। 

১৫ নভেম্বর কেন্দ্রীয় অডিটোরিয়ামে আলোচনা সভা ও কেন্দ্রীয় জামে মসজিদে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ