অবরোধের প্রতিবাদে কুবিতে ছাত্রলীগের বিক্ষোভ

ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
ছাত্রলীগের বিক্ষোভ মিছিল   © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদ দল (বিএনপি) ও সমমনা দলগুলোর ডাকা হরতাল ও অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল থেকে এ বিক্ষোভ মিছিল করেন তারা। 

বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বিভিন্ন গ্রুপকে ৫টি আলাদা ব্যানারে মিছিল করতে দেখা গেছে। সকাল সাড়ে ৯টা থেকে শুরু করে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিভিন্ন গ্রুপের এ মিছিল দেখা যায়।

আরও পড়ুন: করোনার পর হরতাল-অবরোধে শিক্ষায় ফের বিপর্যয়ের শঙ্কা

বিক্ষোভ মিছিলগুলো বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শুরু হয়ে শহিদ মিনার, অ্যাকাডেমিক ভবন, মুক্তমঞ্চ, প্রশাসনিক ভবন হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে বের হয়ে শালবন বিহারের দিকে যায়। এসময় বিভিন্ন স্লোগান দেন তারা। ‘অবৈধ হরতাল, মানি না, মানব না’, ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘হৈহৈ রইরই, খাম্বা তারেক গেলো কই’ ইত্যাদি স্লোগান দেন তারা।


সর্বশেষ সংবাদ