বিশ্বকাপ উল্লাসে মেতেছে জবি ক্যাম্পাস

উন্মুখ জনতা
উন্মুখ জনতা   © টিডিসি ফটো

আফগানিস্তানকে হারিয়ে ছন্দে থাকা বাংলাদেশ আজ মাঠে নেমেছে ইংল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দেখতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ভিড় জমিয়েছেন শিক্ষার্থীরা। নিজ ক্যাম্পাসে এলইডি মনিটরে খেলা দেখতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় শুরু হওয়া বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচটি দেখার ব্যবস্থা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে। এলইডি মনিটরে খেলা দেখানোর সার্বিক ব্যবস্থা করেন জা এন জি আইসক্রিম কোম্পানি।

আরও পড়ুন: ৪৩তম বিসিএসের সাধারণ ও কারিগরির ভাইভা শুরু ১৫ অক্টোবর

খেলা দেখতে আসা বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী শাহপরান আহমেদ শ্রাবণ বলেন, এবারের বিশ্বকাপে আমাদের সবার প্রিয় টিম বাংলাদেশের জন্য শুভকামনা রইলো। সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ শক্তিশালী দল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই বাংলাদেশ ব্যালেন্স টিম। আমরা যে কাউকেই হারাতে পারি। আমরা চাই বাংলাদেশ ভালো ক্রিকেট খেলুক। নিজেদের যোগ্যতার প্রমাণ দিক। ক্রিকেট প্রেমী এই জাতির এবারে প্রত্যাশা বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন হবে।

আরেক শিক্ষার্থী মাহমুদুর রহমান বলেন, ক্যাম্পাসে সিনিয়র, জুনিয়র একসাথে নিজ দেশের খেলা উপভোগ করা অনেক আনন্দের। যারা খেলা দেখার আয়োজন করেছেন তাদের ধন্যবাদ জানাই। আমরা আশাবাদী বাংলাদেশ দল এবারের বিশ্বকাপ মিশনে ভালো ফলাফল নিয়ে দেশে ফিরবে।


সর্বশেষ সংবাদ