নিজ কার্যালয়ে ইবি রেজিস্ট্রারকে ৩ ঘন্টা অবরুদ্ধ রাখলো কর্মকর্তারা

  © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২৬১তম সিন্ডিকেট সভায় অংশ না দিতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আলী হাসানকে অবরুদ্ধ করেন কর্মকর্তারা। সিন্ডিকেট শেষ না হওয়া পর্যন্ত তারা অফিস (নিজ কার্যালয়) ঘেরাও করে রাখেন তারা। আজ রবিবার (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাকে তার অফিসে অবরুদ্ধ করে রাখেন তারা। 

জানা যায়, রবিবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ২৬১তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। এতে সদস্য সচিব হিসেবে অংশগ্রহণ করার কথা ছিল ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের। এ সংবাদে বিকাল সাড়ে তিনটায় প্রশাসন ভবনের রেজিস্ট্রার অফিসে অবস্থান নেন কর্মকর্তারা। সিন্ডিকেট শেষ হওয়া পর্যন্ত তারা অফিস ঘেরাও করে রাখেন তারা। সিন্ডিকেট শেষ হলে সন্ধ্যা ৬টা দিকে প্রায় আড়াই ঘন্টা অবরুদ্ধের পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। 

এদিকে দাবি আদায়ে গত ২৬ জুলাই থেকে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাঁচ ঘন্টার কর্মবিরতি পালন করে আসছিলেন আন্দোলনকারীরা। কিন্তু দাবি আদায় না হওয়ায় ন্যায্য অধিকার বাস্তবায়ন কমিটির বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী গতকাল থেকে পূর্ণ কর্মবিরতি পালন করছেন তারা। কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনিক কাজে কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণ না করার নির্দেশনা প্রদান করা হয়। এরই অংশ হিসেবে রেজিস্ট্রার যাতে সিন্ডিকেটে অংশ নিতে না পারেন এজন্য রেজিস্ট্রার অফিসে অবস্থান নিয়েছিলেন বলে জানিয়েছেন কর্মকর্তা সমিতির কয়েকজন নেতৃবৃন্দ।  

ন্যায্য অধিকার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও কর্মকর্তা সমিতির সভাপতি এ টি এম এমদাদুল আলম বলেন, আমরা আমাদের ন্যায্য দাবিতে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নেমেছি। দাবি আদায়ে এখন আমরা লাগাতার কর্মবিরতি গ্রহণ করেছি। কর্মসূচির অংশ হিসেবে দাবির সমূহ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোন কর্মকর্তা-কর্মচারী প্রশাসনের কোন কাজে অংশগ্রহণ করবে না। যার কারণে আজকের যে সিন্ডিকেট ছিলো, তার সাথে সম্পৃক্ত কর্মকর্তা কর্মাচারীদের আমরা সেখান থেকে সরিয়ে নিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, কর্মকর্তারা আমাকে সিন্ডিকেটে অংশ নিতে দেয়নি। তারা আমার অফিস ঘেরাও করে আমাকে অফিসে অবরুদ্ধ করে রেখেছিলো। যাতে আমি সিন্ডিকেটে অংশ না নিই।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence