সাত কলেজ: ৬ দফা দাবিতে নীলক্ষেত মোড়ে ছাত্র ফ্রন্টের মানববন্ধন 

৬ দফা দাবিতে নীলক্ষেত মোড়ে ছাত্র ফ্রন্টের মানববন্ধন 
৬ দফা দাবিতে নীলক্ষেত মোড়ে ছাত্র ফ্রন্টের মানববন্ধন   © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের সমস্যা সমাধানে ছয় দফা দাবি নিয়ে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজ শাখা। সোমবার (৩১ জুলাই) দুপুর ১২ টায় রাজধানীর নীলক্ষেত মোড়ে মানববন্ধন করে তারা ৷

মানববন্ধনে জানানো দাবিসমূহ হলো-
সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে এবং বিভাগ ভিত্তিক নয় সাত কলেজে পূর্বের ন্যায় সমন্বিত ফলাফল প্রকাশ করতে হবে ৷ সিজিপিএ শর্ত শিথিলসহ মানোন্নয়ন পরীক্ষার সুযোগ দিতে হবে এবং মানোন্নয়ন পরীক্ষার ক্ষেত্রে গ্রেড পয়েন্ট নির্ধারণ করে দেয়া যাবে না ৷

একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ সহ ৭ কলেজের প্রশাসনিক জটিলতা নিদর্শন স্বতন্ত্র প্রশাসনিক ভবন নির্মাণ করতে হবে ৷ অবকাঠামোগ ( ক্লাসরুম-শিক্ষক সংকট, স্বতন্ত্র পরীক্ষা হল, লাইব্রেরী-সেমিনারে পর্যাপ্ত বই, ল্যাব সংখ্যা বাড়ানো, কলেজ তত্ত্বাবধানে ক্যান্টিনের ব্যবস্থা, আবাসন) সংকট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে ৷

131a13f2-7871-4225-ad94-dc23cc43ac3d

কলেজগুলোতে নামে বেনামে অতিরিক্ত ফি নেয়া বন্ধ করতে হবে  এবং সাত কলেজে শতভাগ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে হবে  ও অবিলম্বে অচল বাস গুলোকে সচল করতে হবে৷ 

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি শাহিনুর সুমি বলেন, আমরা শিক্ষার্থীদের যৌক্তিক ছয় দফা দাবি নিয়ে আজ নীলক্ষেত মোড়ে হাজির হয়েছি৷ এর আগেও সাধারণ শিক্ষার্থীরা এসব নিয়ে আন্দোলন করেছে৷ আমরা চাই শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং মানোন্নয়নে আমাদের দাবি সমূহ মেনে নেওয়া হোক৷ 

ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, সাত কলেজে ক্লাস রুম, শিক্ষক, বাস সহ নানা সংকট রয়েছে ৷ এত সংকটের মধ্যে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়৷ আমাদের দাবি গুলো অচিরেই মেনে নেওয়ার প্রত্যাশা করছি৷ 

পরে দুপুর একটায় মানববন্ধন শেষ করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের কাছে স্মারকলিপি দিতে ইডেন কলেজের সামনে চলে যায় তারা৷


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence