ডিপার্টমেন্টে ফার্স্ট হওয়া তিতুমীর ছাত্র ওজায়ের আর নেই
- তিতুমীর কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ০৮ জুলাই ২০২৩, ১০:২১ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৩, ১০:৪৬ PM
রাজধানীর সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মীর ওজায়ের সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শনিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এর আগে বিকেলে গাজীপুরের টঙ্গী কলেজ গেটে সড়ক দুর্ঘটনায় তিনি গুরুত্বর আহত হয়েছিলেন। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
মীর ওজায়েরের সহপাঠীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ওজায়েরের সহপাঠী গালিব ফেসবুকে লিখন, আমরা গভীর দুঃখের সহিত জানাচ্ছি যে আমাদের প্রাণপ্রিয় বন্ধু মীর উজায়ের পৃথিবী থেকে চির দিনের জন্য চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হাবিব হান্নান নামের একজন লিখেন, সদা হাস্যোজ্জ্বল আর মায়াবী চেহারায় সুন্দর করে মিষ্টি ভাষায় কথা বলা মানুষটি, দুনিয়ার সফর এত তাড়াতাড়ি শেষ করে মালিকের ডাকে সাড়া দিবেন, ভাবতে পারিনি।
জানা গেছে মীর ওজায়েরের গ্রামের বাড়ি ভোলা জেলার মনপুরায়। তিনি তিতুমীর কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের পরীক্ষার ফলাফলে ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছিলেন।
এর আগে গত ৯ জুন মীর ওজায়ের ফেসবুকের স্ট্যাটাসে বলেছিলেন, ‘আলহামদুলিল্লাহ ডিপার্টমেন্ট ফার্স্ট’। এই খুশির খবর জানানোর মাস না পেরোতেই চলে গেলেন দুনিয়া ছেড়ে তিনি নিজেই। মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে সহপাঠী ও কলেজে শোকের ছায়া নেমে এসেছে।