সাত দাবিতে ইডেনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীদের অবরোধ

ইডেনের সামনে সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ
ইডেনের সামনে সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা সাত দফা দাবি নিয়ে নীলক্ষেত মোড়ে বিক্ষোভ শুরু করে সমন্বয়ক এর সাথে দেখা করতে ইডেন মহিলা কলেজের মূল ফটকে অবস্থান নিয়েছেন৷ 

রোববার ( ৪ জুন ) সকাল ১০:৪০ এরদিকে মিরপুর সড়কে জড়ো হয়ে মিছিল শুরু করেন তারা। এরপর মিছিলটি ঢাকা কলেজের সামনে থেকে ঘুরে এসে ইডেন কলেজের সামনে এসে অবরোধ করেন।

এ সময় তাদের সমন্বয়ক ইডেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যকে বাইরে বেরিয়ে আসার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীদের দাবি সমূহ হলো, 
ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বিল্ডিং এ সাত কলেজ শিক্ষার্থীদের হয়রানির কারণ ব্যাখ্যা করতে হবে এবং শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করতে হবে।

যে সকল শিক্ষার্থী পরবর্তী বর্ষের ক্লাস, ইন-কোর্স ও টেস্ট পরীক্ষা পর্যন্ত অংশগ্রহণ করার পর জানতে পেরেছে নন-প্রমোটেড তাদের মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষের পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে।  

বিলম্বে ফলাফল প্রকাশের কারণ ও এই সমস্যা সমাধানে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার ব্যাখ্যা দিতে হবে, সর্বোচ্চ তিন মাস ( ৯০ দিনের মধ্যে) ফলাফল প্রকাশ করতে হবে, সাত কলেজের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিকভাবে অভিভাবক কে বা কারা ? কোথায় তাদের সমস্যাসমূহ উপস্থাপন করবে তা ঠিক করে দিতে হবে।

8af5a607-0357-45cf-831d-d2c96a79e10b

একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, শিক্ষক সংকট, ক্লাসরুম সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে, সকল বিষয়ে পাশ করার পরেও একজন শিক্ষার্থী সিজিপিএ শর্তের জন্য নন প্রমোটেড হচ্ছেন৷ সিজিপিএ শর্ত শিথিল করতে হবে৷ 

আরও পড়ুন: সাত কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেতে বিক্ষোভ 

এর আগে গত ২৫ মে শিক্ষার্থীরা তাদের দাবিসমূহ নিয়ে ঢাকা কলেজের সামনে মানববন্ধন করে৷ পরে বিক্ষোভ মিছিল নিয়ে সাত কলেজের সমন্বয়ক ও  ইডেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের সাথে দেখা করতে ইডেন কলেজের সামনে হাজির হয়৷ দুপুর সাড়ে ১২ টায় শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সমন্বয়কের সাথে দেখা করতে তাঁর কার্যালয়ে যান৷


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!