ক্যান্সার কেড়ে নিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাণ
- রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ০৫ মে ২০২৩, ১২:০৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৩ AM
ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২য় ব্যাচের এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণকারী শিক্ষার্থীর নাম জিসান আরা মাসুমা। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুরের নরিনা এলাকার বাসিন্দা এবং বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন ।
সহপাঠীদের সূত্রে জানা যায়, মাসুমা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। সম্প্রতি অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। টানা ১১ দিন আইসিইউতে থাকার পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১২.০৩ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে মাসুমার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বিশ্ববিদ্যালয়জুড়ে। মাসুমার একজন সহপাঠী বলেন, মাসুমা একজন মেধাবী শিক্ষার্থী ছিল। দীর্ঘদিন অসুস্থতার মধ্যেও সবসময় ভাল রেজাল্ট করে আসছিলো। অত্যধিক অসুস্থতার কারণে ৩য় বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিতে না পারায় ৩য় বর্ষে পুনরায় ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলো।
আরো পড়ুন: ১২টি কেন্দ্রে অংশ নিলেন ডেন্টালের ৩৭ হাজার ভর্তিচ্ছু
অপর এক সহপাঠী বলেন, এতদিন তার সাথে এক ক্লাসে বসে ক্লাস করেছি, পরীক্ষা দিয়েছি। আজ সে আমাদের মাঝে নেই, সত্যিই মেনে নেওয়ার মতো না। অসুস্থতার কারণে অনেক কষ্ট পেয়েছে। আজ একটি পবিত্র দিনে সে মৃত্যুবরণ করেছে, আমি তার মাগফেরাত কামনা করছি।
উল্লেখ্য, জিসান আরা মাসুমা ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ১২ তম হয়েছিলেন। পরবর্তীতে বিভাগের পরীক্ষায়ও তিনি সবসময় সেরা ৩ এর মধ্যে ছিলেন।