যুবদলের প্রতিনিধি সভা থেকে কুবি কর্মচারী আটক
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩, ০৩:৪৪ PM , আপডেট: ০৬ এপ্রিল ২০২৩, ০৩:৪৪ PM
কুমিল্লা বিভাগীয় যুবদলের উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সভা ও ইফতার মাহফিল থেকে আটক হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের কার্য সহকারী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সাংগঠনিক সম্পাদক মাসুদ আলম। মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে কুমিল্লা টাউন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, মাসুদ আলম বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট। এরই পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার যুবদলের ইফতার মাহফিলে যোগ দেন তিনি। নেতাকর্মীদের আলোচনার এক পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইফতার মাহফিলে ভিডিও কনফারেন্সে যোগ দেওয়ার পর বিপত্তি ঘটে।
পুলিশ প্রশ্ন তোলেন, তারেক বিদেশে পলাতক আসামী। ভিডিও কনফারেন্সে তারেকের এই ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেওয়া নিয়ে কেনো পুলিশকে আগে জানানো হয়নি। পরবর্তীতে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ব্যাপক বাগবিতণ্ডার সৃষ্টি হলে পুলিশ বিএনপির অন্তত ২০ জন নেতাকর্মীকে আটক করে।
আটককৃত ২০ জন বিএনপির নেতাকর্মীর মধ্যে একজন হলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রকৌশন দপ্তরের কর্মচারী মাসুদ আলম। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ।
আরও পড়ুন: বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থীর বিরুদ্ধে সহপাঠীর মামলা
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, মঙ্গলবার (৪ এপ্রিল) টাউনহলে বিএনপির সমাবেশ ছিলো। সেখানে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের কাজে বাধা দেয়। পরবর্তীতে তারা পুলিশের উপর হামলা করলে কয়েকজনকে গ্রেফতার করা হয়। কুবি কর্মচারীর নামে আগে কোনো মামলা ছিলো না। নতুন করে মামলা দায়ের করা হয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক বলেন মো. মহসিন বলেন, আমার এ বিষয়ে এখন পর্যন্ত জানা ছিলো না। এখন যেহেতু জেনেছি, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি অবহিত করবো।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, মাসুদ আলমকে আটকের বিষয়ে আমরা পুলিশ প্রশাসন থেকে কোনো চিঠি পাইনি।