ঘোষণার ৮ মাস পর শিক্ষার্থীদের ডিজিটাল আইডি কার্ড দিল বাঙলা কলেজ

ডিজিটাল আইডি কার্ড শিক্ষার্থীদের হাতে
ডিজিটাল আইডি কার্ড শিক্ষার্থীদের হাতে  © টিডিসি ফটো

‘বাঙলা কলেজ শিক্ষার্থীদের প্রশ্ন, এটা অনার্সের নাকি শিশু শ্রেণির আইডি কার্ড!’ গত বছরের ৩০ জুনে এই শিরোনামে দ্যা ডেইলি ক্যাম্পাস নিউজ প্রকাশের পর টনক নড়েছিল কলেজ প্রশাসনের। একইসঙ্গে আলোচিত-সমালোচিত নিম্নমানের এ কার্ড প্রত্যাহার করে ডিজিটাল কলেজ আইডি কার্ড বিতরণ করা হবে বলে কলেজ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

সে ঘোষণার প্রায় ৮ মাস পর রোববার (২ এপ্রিল) বেলা ১১.৩০ মিনিটের ডিজিটাল কলেজ আইডি কার্ড উদ্বোধন করেন সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান। ডিজিটাল কার্ড পেয়ে বেশ খুশি কলেজটির শিক্ষার্থীরা।

সরকারি বাঙলা কলেজের ফিন্যান্স এন্ড ব্যাংকি বিভাগের বিভাগীয় প্রধান এস.এম.মাহাবুবুল ইসলামের সভাপতিত্বে ডিজিটাল কলেজ আইডি কার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো জাহাঙ্গীর হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মিটুল চৌধুরীসহ সকল শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

একাদশ শ্রেণির সিনথিয়া আকতার জিসা বলেছেন, নতুন আইডি কার্ড পেয়ে খুবই ভালো লাগছে। আগের আইডি কার্ডের তুলনায় এই আইডি কার্ডের ডিজাইন ও মান কয়েকগুণ ভালো।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকরা যেভাবে আইডি কার্ড পাবেন

সুমন নামে আরও এক শিক্ষর্থী বলেন, শুরুতে আইডি কার্ড নিয়ে অনেক সমালোচনা ছিলো। দুইবার আইডি কার্ড বিতরণের পর সমালোচনার মুখে এই কম সময়ে আমাদের আইডি কার্ড এত সুন্দর হবে ভাবেনি। আশা করছি সামনের দিন গুলোতে যুগের চাহিদার সাথে মিল রেখে আরও আধুনিকায়ন হবে আইডি কার্ডে।  

এর আগে গত বছরের ৩০ জুন কলেজের শিক্ষার্থীদের মাঝে নিম্নমানের আইডি কার্ড বিতরণের পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে কলেজ প্রশাসন। বিভিন্ন গণমাধ্যমের সংবাদ ও সামাজিকমাধ্যমে নিম্নমানের এ কার্ডের সমালোচনার মুখে পরে এক প্রকার বাধ্য হয়ে ওই আইডি কার্ড বিতরণ বন্ধ করা হয়।


সর্বশেষ সংবাদ