পদোন্নতি পেলেন রাজশাহী কলেজের ১৬ শিক্ষক

পদোন্নতি পেলেন রাজশাহী কলেজের ১৬ শিক্ষক
পদোন্নতি পেলেন রাজশাহী কলেজের ১৬ শিক্ষক  © সংগৃহীত

রাজশাহী কলেজের ১৬ শিক্ষক পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক হয়েছেন। সারাদেশের ৬৮৬ সহযোগী অধ্যাপককে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়। এরমধ্যে রাজশাহী কলেজের ১৬ জন সহযোগী অধ্যাপক রয়েছেন।

সোমবার (২০ মার্চ) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব (সরকারি কলেজ-২) চৌধুরী সামিয়া ইয়াসমিন সাক্ষরিত বিজ্ঞপ্তিতে পদোন্নতির বিষয়টি জানানো হয়।

পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন, অর্থনীতি বিভাগের মহিউল ইসলাম,ইতিহাস বিভাগের: ড.মো: হাবিবুর রহমান, আবু হাসনাৎ মো: রফিকুল ইসলাম, শামীম আরা, পদার্থ  বিজ্ঞান বিভাগের মো: নাজিম উদ্দিন, মো: আলাউদ্দিন, প্রাণিবিদ্যা বিভাগের ড.মো: রবিউল আলম, ব্যবস্থাপনা বিভাগের: হাসনা আরা বেগম, মো: গোলাম রাব্বানী , ভূগোল বিভাগের মো: কামারুজ্জামান, মনোবিজ্ঞান বিভাগের: মো: মাছুদুল হক সিদ্দিকী, ড. মোহাম্মদ আব্দুস সাত্তার, রসায়ন বিভাগের: আবু জাফর মো: মনিরুল ইসলাম, মো: হোসেন আলী, ড. রেজিনা আক্তার বানু ও হিসাব বিজ্ঞান বিভাগের মো: মাহাবুর রহমান সেলিম।

পদোন্নতি পাওয়া মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো: মাছুদুল হক সিদ্দিকীকে চট্রগ্রাম কলেজে সংযুক্ত করা হয়েছে। আর অন্যান্য অধ্যাপকদের ইনসিটু করে রাখা হয়েছে। ইনসিটু বা সংযুক্ত অধ্যাপকরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা-এর পরিবর্তে সংযুক্ত কর্মস্থলের নির্ধারিত হারে বেতন ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন।

এদিকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৬৮৬ জন কর্মকর্তাকে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: মেধাতালিকায় এগিয়ে থেকেও সুপারিশ না পাওয়া ইস্যুতে যা বললেন চেয়ারম্যান

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে অর্থনীতি বিভাগের ৩৮ জন, আরবি বিভাগের ২ জন, ইসলামিক শিক্ষা বিভাগের ১৩ জন, ইসলামের ইতিহাস বিভাগের ৩৭ জন, ইংরেজি বিভাগের ৫৯ জন, ইতিহাস বিভাগের ৩৪ জন, উদ্ভিদবিদ্যা বিভাগের ৩৪ জন, গার্হস্থ্য বিভাগের ২ জন, গণিত বিভাগের ৩০ জন, দর্শন বিভাগের ৩৩ জন, পদার্থবিদ্যা বিভাগের ৩৬ জন, পরিসংখ্যান বিভাগের ৪ জন, প্রাণিবিদ্যা বিভাগের ৩৭ জন, বাংলা বিভাগের ৬১ জন, ব্যবস্থাপনা বিভাগের ৪৮ জন, ভূগোল বিভাগের ১৮ জন, মার্কেটিং বিভাগের ১ জন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ১ জন, মনোবিজ্ঞান বিভাগের ৭ জন, রসায়ন বিভাগের ৪২ জন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৬৫ জন, সমাজ কল্যাণ বিভাগের ১৪ জন, সমাজবিজ্ঞান বিভাগের ১৬ জন, হিসাববিজ্ঞান বিভাগের ৪৭ জন এবং শিক্ষক প্রশিক্ষণ কলেজের বাংলা বিভাগের ১ জন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১ জন, ইতিহাস বিভাগের ১ জন, বিজ্ঞান বিভাগের ১ জন, গণিত বিভাগের ১ জন ও গাইডেন্স এন্ড কাউন্সিলিং বিভাগের ১ জন সহযোগী অধ্যাপক পদ থেকে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন।


সর্বশেষ সংবাদ