প্রতিবাদী কনসার্ট থেকে কুবি প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা

  © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) তিন শিক্ষার্থীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় ও প্রক্টরের ইন্ধনের প্রতিবাদে আয়োজিত কনসার্ট থেকে প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীকে অবাঞ্ছিত ঘোষণা করেন আন্দোলনকারীরা। আন্দোলনের ৯ দিন অতিবাহিত হওয়ার পরও দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় এ ঘোষণা দেন তারা। এসময় রোববার দুপুর ১২টার মধ্যে দাবি আদায় না হলে আন্দোলন আরো কঠোরতর হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

বুধবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে 'কনসার্ট ফর জাস্টিস' এ ঘোষণা দেন তারা। এর আগে আন্দোলনকারীদের পূর্ব-নির্ধারিত শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে ‘কনসার্ট ফর জাস্টিস’ এ বাঁধা দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীর বিরুদ্ধে।

আরও পড়ুন: স্থানীয়দের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘাতের নেপথ্যে যা রয়েছে

জানা যায়, আন্দোলনের কর্মীরা ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে কনসার্টের স্টেজ তৈরি করতে গেলে প্রক্টর রাস্তা বন্ধ করে কনসার্ট করতে বাঁধা দেন। তিনি বলেন, এখান থেকে সরিয়ে অন্য কোথাও স্টেজ তৈরি করো। পরে আন্দোলনকারীদের অনড় অবস্থানে প্রক্টরিয়াল বডি সেখান থেকে চলে যান। পরে উপাচার্য তাদের ডেকে উচ্চবাচ্য করেন কনসার্টের বিষয়ে। এসময় সংবাদ কর্মীরা ভিডিও করতে গেলে তাদের ভিডিও করতে করতে নিষেধ করেন উপাচার্য আবদুল মঈন। পরে বিভিন্ন প্রতিবাদী গান ও কবিতা পরিবেশন করা হয়। 

কনসার্ট শেষে আন্দোলনের মুখপাত্র জাহিদুল ইসলাম বলেন, আমরা প্রক্টর কাজী ওমর সিদ্দিকীকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করছি। আগামী রবিবার দুপুর ১২ টার মধ্যে প্রক্টর নিজ থেকে অব্যাহত না নেন, তাহলে আমরা আরোও কঠোর আন্দোলনের দিকে যাবো।

এর আগে গত ৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের সামনে সাবেক ছাত্রলীগ নেতা খালেদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের প্রধান আসামি বিপ্লব চন্দ্র দাস স্থানীয় যুবদল নেতা ও তাঁর অনুসারীদের নিয়ে ৩ ছাত্রলীগ নেতার উপর হামলা চালায়। পরে প্রক্টরের অপসারণ, ছাত্র এবং বহিরাগত হামলাকারীদের গ্রেফতার সহ ৫ দফা দাবিতে ৯ দিন যাবত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছে তাঁরা।


সর্বশেষ সংবাদ