জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড ১ম সেমিস্টারের ফরম পূরণ শুরু ৫ মার্চ

জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন এমএড পাঠদানকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২০২২ সালের ১ম সেমিস্টারের ফমর পূরণ শুরু হবে আগামী ৫ মার্চ ২০২৩ তারিখে। আগ্রহীদের অনলাইনে ফরম পূরণ করতে হবে।

আবেদন ফরম পূরণের সময়সীমা: ৫ মার্চ- ২২ মার্চ ২০২৩

টাকা জমা দেয়ার শেষ তারিখ: ২৮ মার্চ ২০২৩

পে স্লিপ ডাউনলোডের শেষ সময়: ২৯ মার্চ ২০২৩

পরীক্ষার ফি:

নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের পরীক্ষার ফি: ২,০০০/- টাকা

থিসিস ফি (প্রযোজ্য ক্ষেত্রে): ১,১০০/- টাকা

মানউন্নয়ন ফি (প্রতি পত্র): ৪০০ টাকা

বিশেষ অন্তর্ভূক্তি (মানউন্নয়ন পরীক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য): ৫০০/- টাকা

কেন্দ্র ফি (বিশ্ববিদ্যালয়ে জমা হবে না): ৫০০/- টাকা

যারা অংশগ্রহণ করতে পারবেন:

১। নিয়মিত ২০২২ ও অনিয়মিত ২০২০,২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা

২। ২০২০ ও ২০২১ সালের এমএড কোর্সের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা যারা ফরম পূরণ ও পরীক্ষায় অংশ নেননি।

৩। ২০২১ সালের পরীক্ষায় ‘F' অথবা 'C' 'D' প্রাপ্ত শিক্ষার্থীরা অনিয়মিত হিসেবে পরীক্ষা দিতে পারবেন।

আবেদন করবেন যেভাবে: আগ্রহীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে


সর্বশেষ সংবাদ