সার্টিফিকেট দেখে কেউ চাকরি দিবে না: ঝংকার মাহবুব 

  © টিডিসি ফটো

প্রোগ্রামিং হিরোর প্রতিষ্ঠাতা ঝংকার মাহবুব বলেছেন, সার্টিফিকেট দেখে তোমাকে কেউ চাকরি দিবে না যদি না তোমার কোনো দক্ষতা না থাকে।

সোমবার (১৯ ডিসেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) আইটি সোসাইটির উদ্যোগে 'প্রোগ্রামিং ভার্সেস ডেভেলপমেন্ট' ও 'টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড ফোকাস' শীর্ষক কর্মশালায় বিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ছাত্রলীগের নতুন সভাপতি সাদ্দাম, সম্পাদক ইনান

এসময় দক্ষতার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সার্টিফিকেট দেখে তোমাকে কেউ চাকরি দিবে না যদি না তোমার কোনো দক্ষতা না থাকে। সার্টিফিকেটের দাম অবশই আছে, সার্টিফিকেট তোমাকে ইন্টারভিউ'র দরজা খুলে দিবে তবে ইন্টার্ভিউতে পাশ করতে হলে তোমার কিছু প্রজেক্ট থাকতে হবে, নির্দিষ্ট কোনো ব্যাপারে দক্ষতা থাকতে হবে।

কর্মশালায় তিনি প্রোগ্রামিং ও ডেভেলপমেন্ট এর বিভিন্ন বিষয় হাতে-কলমে দেখান। এছাড়াও তিনি ব্যবহারিক জীবনে টাইম ম্যানেজমেন্ট এবং ক্যারিয়ারে সফল হওয়ার উপায় সম্পর্কে খুঁটিনাটি আলোচনা করেন।

অনুষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আন্ত:বিভাগ প্রোগ্রামিং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি জাওয়াদ শাফির সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এএফএম আবদুল মঈন, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো: মহিবুল্লাহ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক মো: রাকিব হাসান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন, শিক্ষার্থীদের এমন স্বতস্ফুর্ত অংশগ্রহণ দেখে আমি অভিভূত, আমি আহ্বান জানাই তোমরা এ ধরণের প্রতিযোগিতায় বেশি বেশি অংশগ্রহণ করবে। আর আইটি সোসাইটির প্রতি আমার আহ্বান থাকবে এরকম আরও ভালো প্রোগ্রাম তারা আয়োজন করবে যাতে নন-প্রযুক্তি ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা প্রযুক্তি সম্পর্কে ভালোভাবে জানতে পারে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence