খসে পড়লো হলের ছাদ, প্রাণে বেঁচে ফিরলেন বিএম কলেজছাত্ররা
- বিএম কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ৩০ নভেম্বর ২০২২, ০২:০৪ PM , আপডেট: ৩০ নভেম্বর ২০২২, ০২:০৪ PM
বরিশাল বি এম কলেজের একটি ছাত্রাবাসের হল রুমের ছাদ ধসে পড়েছে। ভাগ্যক্রমে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ছাত্ররা।
মঙ্গলবার (২৯ নভেম্বর) কলেজের ডিগ্রি হল বি ব্লকের ২১৬ নম্বর রুমে এ ঘটনা ঘটে। ছাত্ররা দ্রুত রুম থেকে বেরিয়ে যাওয়ায় কেউ আহত হননি।
শিক্ষার্থীরা জানান, কলেজের সকল হলের অবস্থা করুণ। প্রায় স ভবনই মেয়াদ উত্তীর্ণ। ডিগ্রি হলের এ ব্লক, বি ব্লক এবং সি ব্লক একেবারে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় ভবন গুলো ধসে পড়তে পারে এবং আমরা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি।
শিক্ষার্থীরা আরও জানান, আমরা প্রতি বছর হলে সিটের জন্য টাকা দেই। এছাড়া সরকার কর্তৃকও হলের উন্নয়নের জন্য টাকা বরাদ্দ থাকা সত্ত্বেও বিন্দুমাত্র উন্নয়ন হচ্ছে না।
আরও পড়ুন: করোনার টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ।
শিক্ষার্থীদের দাবি, দ্রুত মেয়াদউত্তীর্ণ হলগুলোর সংস্করণ করা হোক।
তবে হলের ছাদ ধসে পড়ার ব্যাপারে জানতে চাইলে হল সুপার জনাব শাহ আলম এবং সহকারী হল সুপার রফিকুল ইসলাম কেউই এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।