জবির নাট্যকলা বিভাগের প্রথম মেধাতালিকা প্রকাশ
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ০৬:৫৯ PM , আপডেট: ১৬ নভেম্বর ২০২২, ০৬:৫৯ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২১-২২ সেশনে স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য নাট্যকলা বিভাগের প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ৪৯ জনের প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়।
এর পূর্বে গত ১০ নভেম্বর নাট্যকলা বিভাগে ভর্তির জন্য আবেদনকৃত ৩২০জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়। পরবর্তীতে গত ১৩ ও ১৪ নভেম্বর দুই ধাপে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: প্রধান ফটক থেকে ব্রাজিলের পতাকা সরানোর নির্দেশ জবির
প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে আসন সংখ্যা ৪০টি। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য http://admission.jnu.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।