জবিতে ৪৩ হাজার আবেদন, জানা গেল মেরিট লিস্ট প্রকাশের তারিখ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্নাতক (২০২১-২২) শিক্ষাবর্ষে ভর্তির জন্য সর্বোচ্চ সংখ্যক ভর্তিচ্ছু আবেদন করেছেন। বিশ্ববিদ্যালয়টিতে ৪৩ হাজার ৪২৭ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী আবেদন করেছেন। শুক্রবার সমন্বিত গুচ্ছ কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকোশলী মো. ওহিদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান।

জানা গেছে, আগামী ৭ নভেম্বর প্রথম মেরিট লিস্ট প্রকাশ করবে বিশ্ববিদ্যালয়টি। মো. ওহিদুজ্জামান জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটে আসন রয়েছে এক হাজার ১৫৫টি। এর বিপরীতে আবেদন করেছে ২৪ হাজার ৮৪৯জন।

আরো পড়ুন: শাবিপ্রবিতে যত আবেদন পড়ল

‘বি’ ইউনিটে ৮৫০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৯ হাজার ৯৮৯ জন। আর ‘সি’ ইউনিটের আসন সংখ্যা ৬১০টি। এর বিপরীতে আবেদন করেছেন ছয় হাজার ২৪০ জন। এর বাইরে ছাড়া ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগে ৭৮০ জন, চারুকলা বিভাগে ৮৯৭, নাট্যকলা বিভাগে ৩২৭ ও সংগীতে ৩৪৫ জন আবদেন করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তিচ্ছু আবেদনকারীদের মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় রয়েছেন ৩৬১ জন। এ ছাড়া বিকেএসপি কোটায় ৯৩টিসহ কোটায় তিন হাজার ৩৬ জন আবেদন করেছেন।


সর্বশেষ সংবাদ