‘গাদা গাদা সার্টিফিকেটধারী বানিয়ে দেশকে অচল করে দিচ্ছি’
- বাঙলা কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ০৩:২১ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৪৭ AM
‘বাঙলা কলেজ থেকে প্রতিবছর সার্টিফিকেট নিয়ে বের হওয়ার সাথে সাথে যেন শিক্ষার্থীরা চাকরি পায় সেই গুণগত শিক্ষা দেওয়ার আহবান জানিয়েছেন থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির মোল্লা। তিনি বলেন, "কলেজ থেকে প্রতিবছর কত শিক্ষার্থী বিসিএসসহ সকল চাকুরীতে সুযোগ পাচ্ছে তার শতকরা ঠিক করেন। একই সাথে স্কলারশিপ নিয়ে কত শতাংশ শিক্ষার্থী দেশের বাহিরে যাচ্ছে এর শতকরা ঠিক করার তাগিদ দেন।"
শনিবার (২২ অক্টোবর) বাঙলা কলেজের হীরক জয়ন্তী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
বক্তব্যে তিনি আরো বলেন, আমি একজন কাপড় ব্যবসায়ী হয়ে যদি আবদুল কাদির মোল্লা সিটি কলেজকে প্রতিবছর প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে নিতে পারি তাহলে আপনারা শিক্ষিত হয়ে পারবেন না কেন? বাঙলা কলেজ থেকে প্রতিবছর সার্টিফিকেট নিয়ে বের হওয়ার সাথে সাথে যেন শিক্ষার্থীরা চাকরি পায় সেই গুণগত শিক্ষা দেওয়ার আহবান জানান তিনি।
‘গাদা গাদা সার্টিফিকেটধারী লোক বানিয়ে দেশকে অচল করে দিচ্ছি। আর এটি করার অধিকার কারও নেই। গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে।’
এসময় তিনি জানান, ‘বাঙলা কলেজে এসে এখানকার আতিথেয়তায় আমি মুগ্ধ। এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটিতে আমাকে আরো আগেই আসা উচিত ছিল।’ এসময় তিনি শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে বাস দেয়ার ঘোষণার পাশাপাশি বাঙলা কলেজ শিক্ষার্থীদের সকল দাবি পূরণের অঙ্গীকার করেন।
সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজটির উপাধ্যক্ষ প্রফেসর মো জাহাঙ্গীর হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মিটুল চৌধুরীসহ সকল শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।