ঢাবি অধিভুক্ত প্রতিষ্ঠানে মাস্টার্সে ৫০ শতাংশ ছাড়

সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাংলাদেশ ইনস্টিটিটিউট অব ক্যাপিটাল মার্কেটে (বিআইসিএম) মাস্টার্সে টিউশন ফির ওপর ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটিতে পুঁজিবাজার ও ব্যবহারিক অর্থায়নের ওপর মাস্টার্স করলে এই ছাড় পাওয়া যাবে। 

মঙ্গলবার (১৮ অক্টোবর) প্রতিষ্ঠানটির তোপখানা রোডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিআইসিএম নির্বাহী প্রেসিডেন্ট মাহমুদা আক্তার।

সংবাদ সম্মেলনে বলা হয়, চলমান অর্থনৈতিক অবস্থায় এই কোর্স করা সহজ করার চিন্তা থেকেই এই ছাড়ের উদ্যোগ নেয়া হয়েছে। ৫১ ক্রেডিটের এই মাস্টার্স প্রোগ্রামের প্রতি ক্রেডিট ফি চার হাজার টাকা, যার ওপর ৫০ শতাংশ ছাড় দেয়ায় এখন থেকে দিতে হবে দুই হাজার টাকা করে। কোর্সের বাইরে শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ফি আলাদাভাবে দিতে হবে। কোর্স ফিতে ছাড় দেয়ায় সব মিলিয়ে প্রায় আড়াই লাখ টাকার প্রোগ্রাম ফি এক লাখ ৪০ হাজার টাকায় নেমে আসবে।

বিআইসিএম প্রেসিডেন্ট মাহমুদা আক্তার বলেন, ‘বাংলাদেশকে একটি উন্নত দেশের কাতারে আসীন করতে হলে প্রয়োজন দ্রুত শিল্পায়ন ও বৃহদাকারের অবকাঠামো, ও টেকসই উন্নয়ন। আর এর জন্য দরকার দীর্ঘমেয়াদি অর্থায়নের সহজ ব্যবস্থা। একটি গতিশীল ও ক্রমপ্রসারমান পুঁজিবাজার ছাড়া এই অর্থায়নের জোগান দেয়ার আর কোনো সহজতর উপায় নেই।

‘আর এই পুঁজিবাজারকে শক্তিশালী করতে প্রয়োজন প্রশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ। বিআইসিএম তার শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দেশের পুঁজিবাজারের বিকাশের উদ্দেশ্যকে সামনে রেখে এই দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরিতে সরাসরি ভূমিকা রেখে চলেছে।’


সর্বশেষ সংবাদ