উন্নয়ন ও সাফল্যের ধারা অব্যাহত রাখতে হবে: বেরোবি উপাচার্য

বেরোবির প্রতিষ্ঠা দিবসের আনন্দ শোভাযাত্রা
বেরোবির প্রতিষ্ঠা দিবসের আনন্দ শোভাযাত্রা  © টিডিসি ফটো

শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে উন্নয়ন ও সাফল্যের ধারা অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ। বুধবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থীর জন্য অভিশাপ সেশনজট। এই বিশ্ববিদ্যালয়ে চার বছরের সেশনজট ছিলো। গত এক বছরে সেশনজট প্রায় শূন্য হতে চলেছে। এটি এই বিশ্ববিদ্যালয়ের জন্য সাফল্য। আগামীতে এই বিশ্ববিদ্যালয়ে চার বছরের ডিগ্রি চার বছরেই সম্পন্ন হবে। এতে নির্ধারিত সময়ের মধ্যে লেখাপড়া শেষ করে ছাত্রছাত্রীরা তাদের নিজ নিজ পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শ্রেণীকক্ষের সংকটসহ বিদ্যমান সমস্যাগুলি পর্যায়ক্রমে সমাধান হতে চলেছে বলেও জানান তিনি।

উপাচার্য জানান, আমি সমাধানের জন্য দিন রাত আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই বিশ্ববিদ্যালয়টি আমাদের সবার। সুতরাং নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনসহ উন্নয়ন কার্যক্রমে সকলকে সহযোগিতা করতে হবে।

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে ফ্রান্সে উচ্চশিক্ষা, আবেদন শেষ ১০ জানুয়ারি

বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ গাজী মাজহারুল আনোয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা। এসময় আরও বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ।

বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটি ২০২২ এর সদস্য সচিব ও ছাত্রউপদেষ্টা মোঃ নুরুজ্জামান খানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মোঃ শরিফুল ইসলাম, জীব ও ভৌত-বিজ্ঞান অনুষদের ডিন ড. আবু রেজা মোঃ তৌফিকুল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মতিউর রহমান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রকৌশলী মোঃ আলমগীর চৌধুরী, গণিত বিভাগের অধ্যাপক কমলেশ চন্দ্র রায়, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ারুল আজিম।

এ ছাড়াও অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বেরোবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম, তৃতীয় শ্রেণী কর্মচারী ইউনিয়নের সভাপতি মাহাবুবুর রহমান, কর্মচারী ইউনিয়নের (চতুর্থ শ্রেণী) সভাপতি নূর আলম মিয়া বক্তব্য রাখেন।

নানা কর্মসূচিতে দিবসটি উদযাপন করা হয়েছে। এ দিন প্রশাসন ভবনের দক্ষিণ গেটের সামনে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্টারকে সাথে নিয়ে । পরে মহীয়সী বেগম রোকেয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এরপর উপাচার্য বিশ্ববিদ্যালয় দিবসের স্মৃতি হিসেবে একটি বৃক্ষরোপণ করেন।

এছাড়াও, ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে পার্কের মোড় প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে শেষ হয়। পাশাপাশি বিকেলে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence