ইবির স্বতন্ত্র শারীরিক শিক্ষা বিভাগে ভর্তির ফল প্রকাশ
- টিডিস রিপোর্ট
- প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৬ PM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২২, ১০:২২ PM
গুচ্ছের বাইরে স্বতন্ত্র পদ্ধতিতে অনুষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এছাড়া ভর্তির জন্য ব্যবহারিক পরীক্ষার বিষয়, সময়সূচি পরে জানানো হবে বলে জানা গেছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) বিভাগটির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
এর আগে, গত ২৮ আগস্ট বিভাগটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিভাগের ২৫টি আসনের বিপরীতে আবেদনকারী ২৮৬ জন ভর্তিচ্ছুর মধ্যে পরীক্ষার অংশগ্রহণ করেন ২৫০ জন শিক্ষার্থী।
এর মধ্যে প্রশ্নের সেটকোড না লেখায় একটি উত্তরপত্র বাতিল করা হয়েছে। বাকি ২৪৯ জনের ফলাফল ক্রমানুসারে প্রকাশ করা হয়েছে। ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu.ac.bd) পাওয়া যাবে।
আরও পড়ুন: ডেনমার্কে উচ্চশিক্ষা শেষে চাকরি ও স্থায়ী বসবাসের সুযোগ
অধ্যাপক মিজানুর রহমান বলেন, ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ব্যবহারিক পরীক্ষার বিষয়, সময়সূচি এবং অংশগ্রহণের জন্য নির্বাচিত পরীক্ষার্থীদের রোল নম্বর পরবর্তীতে ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। তবে কতোদিন পরে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে সে সম্পর্কে কিছু বলেননি ড. মিজানুর।