৪০তম বিসিএস লিখিত পরীক্ষায় অংশ নেননি ২১২৩ জন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০, ০৫:১৬ PM , আপডেট: ০৪ জানুয়ারি ২০২০, ০৫:৩৮ PM
৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়েছে। শনিবার ঢাকাসহ সারাদেশের মোট ৮টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়। এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ২০ হাজার ২৭৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হলেও লিখিত পরীক্ষায় অংশ নেন ১৮ হাজার ১৫৪ জন। সে হিসেবে ২ হাজার ১২৩ জন এ পরীক্ষায় অংশ নেননি।
বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি) জানিয়েছে, আগামী ৮ জানুয়ারি পর্যন্ত বিসিএসের আবশ্যিক লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় মোট উপস্থিতির সংখ্যা ছিল ১৮ হাজার ১৫৪ জন।
গত বছরের ৩ মে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। এদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন।