আরও ৭ সদস্য পেল পিএসসি

সরকারি লোগো
সরকারি লোগো  © ফাইল ছবি

সরকারি কর্ম কমিশনে (পিএসসি) আরও সাতজন সদস্য নিয়োগ দিয়েছে সরকার। এ পিএসসির সদস্য সংখ্যা দাঁড়াল ১৫ জনে।   আগামী পাঁচ বছরের জন্য তাদের কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে ছয়টি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম।

নতুন নিয়োগ পাওয়া সাত সদস্য হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শরিফ উদ্দিন, ড. ফেরদৌস আরফিনা ওসমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহনাজ সরকার, পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির আহমেদ চৌধুরী, স্বাস্থ্য ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম ফরহাদ উদ্দিন, ব্রি: জেনারেল (অবঃ) আনোয়ারুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মুনির হোসেন।


সর্বশেষ সংবাদ