মামলা না থাকলে বিসিএসের গেজেট থেকে বাদ পড়বেন না প্রার্থীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১২ PM , আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৮ PM

মামলা না থাকলে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)সহ সরকারি চাকরির গেজেট থেকে প্রার্থীদের বাদ না দেওয়ার বিধি চূড়ান্ত করেছে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সংস্থাটির পূর্ণ কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকারি চাকরি (প্রার্থীর প্রাক্-পরিচয় যাচাই) বিধিমালা-২০২৫ চূড়ান্ত করেছে পিএসসি। উক্ত বিধি পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। বিসিএসসহ সকল সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে এই বিধি প্রয়োজ্য হবে বলে জানা গেছে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসির শীর্ষ এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যম্পাসকে জানান, ‘বিসিএসে চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও রাজনৈতিকসহ নানা কারণে প্রার্থীদের গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে। সরকারি চাকরির সকল যোগ্যতা পূরণ করলেও তাদের বাদ দেওয়া হয়েছে। বিষয়টি যেন আর না ঘটে সেজন্য চাকরি বিধিমালা চূড়ান্ত করা হয়েছে। এই বিধিমালা অনুযায়ী মামলা না থাকলে চাকরির গেজেট থেকে প্রার্থীদের বাদ দেওয়া যাবে না।’
ওই কর্মকর্তা আরও জানান, শুধু মামলার বিষয়টি নয়; সরকারি চাকরি বিধিমালা-২০২৫ এ আরও কিছু বিষয় সংযোজন করা হবে। বিষয়টি নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। পিএসসিতে এখনো পূর্ণ কমিশনের সভা চলছে।’