চারবার নয়, চাকরিপ্রার্থীর বয়স থাকলেই বিসিএসে সুযোগ দিতে চায় পিএসসি

পাবলিক সার্ভিস কমিশন
পাবলিক সার্ভিস কমিশন  © ফাইল ছবি

একজন চাকরিপ্রার্থীর আবেদনের বয়স থাকা পর্যন্ত বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে চায় পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। এজন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। মন্ত্রণালয়ে প্রস্তাব অনুমোদন হলে ৩২ বছর বয়স পর্যন্ত বিসিএস পরীক্ষা দিতে পারবেন চাকরিপ্রার্থীরা।

নাম প্রকাশ না করার শর্তে পিএসসির এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী একজন প্রার্থী চারবার বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে আমরা প্রার্থীদের চাকরির আবেদনের বয়সসীমা শেষ না হওয়া পর্যন্ত সুযোগ দিতে চাই। এজন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

জানা গেছে, একজন ব্যক্তি সর্বোচ্চ চারবার বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ৩১ অক্টোবর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন।

আরো পড়ুন: বিসিএসের আবেদন ফি কত টাকা হচ্ছে, জানা গেল

এর আগে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে সর্বোচ্চ তিনবার বিসিএস দেওয়া যাবে বলে সিদ্ধান্ত হয়েছিল। পরে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে অন্তর্বর্তীকালীন সরকার। চারবার পরীক্ষা দেওয়ার সুযোগ রাখা হয়।

এখন পিএসসির প্রস্তাব অনুমোদন পেলে এ সীমা আর থাকবে না। একজন চাকরিপ্রার্থী ৩২ বছর বয়সের মধ্যে যতটি বিসিএসের বিজ্ঞপ্তি পাবেন, সবগুলোতে আবেদন করতে পারবেন। অর্থ্যাৎ আগের নিয়েই বহাল থাকবে। এর আগে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর থেকে বাড়িয়ে ৩২ বছর নির্ধারণ করে সরকার।


সর্বশেষ সংবাদ