ক্যাডার বহির্ভূত সহকারী সচিবদের পদোন্নতি পরীক্ষা ডিসেম্বরে

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন  © ফাইল ছবি

সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) কর্মকর্তাদের সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষা আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। এ জন্য আজ সোমবার (৭ অক্টোবর) থেকে আবেদন গ্রহণ শুরু হচ্ছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) কর্মকর্তাদের সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষা (ডিসেম্বর-২০২৪) সম্পর্কিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অনলাইনে ৭ অক্টোবর (সোমবার) রাত ১২টা ১ মিনিট থেকে আবেদন দাখিল করা যাবে। আগামী ২৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।

আরো পড়ুন: কৃষি গুচ্ছে ভর্তির পর শেষ হবে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম

সংশ্লিষ্ট কাগজপত্রসহ আবেদনের হার্ড কপি আগামী ১৪ নভেম্বর অফিস চলাকালীন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে অবশ্যই সরাসরি ‘সচিব, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা’ ঠিকানায় পৌঁছাতে হবে। বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা http://bpsc.teletalk.com.bd-এ পাওয়া যাবে।


সর্বশেষ সংবাদ