৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত

বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)
বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)  © ফাইল ছবি

৪তম বিসিএসের সাধারণ ক্যাডারের ১, ৪ ও ৫ আগস্টের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া এই তিন দিনের পরীক্ষাগুলো কবে হতে পারে, তা পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। সোমবার (২৯ জুলাই) এক বিশেষ সভায় সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই তথ্য জানায়।

এর আগে গত ৮ মে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়।

৪৪ তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, করে ১১। 

এ ছাড়া সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নিয়োগ পাবেন।


সর্বশেষ সংবাদ