বর্ণাঢ্য আয়োজনে, ৪৩তম বিসিএস সংবর্ধনা উত্তরণে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩১ PM , আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৬ PM
বসন্তের এক মোহনীয় বিকেল আর সেই সাথে একঝাঁক সফল তরুণ-তরুণী এই দুয়ের মেলবন্ধনে উত্তরণ ক্যারিয়ার এন্ড স্কিলস একাডেমি বরণ করে নিল ৪৩তম বিসিএস সুপারিশপ্রাপ্ত ক্যাডারদের। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে কৃষিবিদ ইন্সটিটিউট বাংলাদেশে জমকালো আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা পরিবারের স্বপ্নদ্রষ্টা মাহমুদুল হাসান সোহাগ ও মুহাম্মদ আবুল হাসান লিটন, উত্তরণের শিক্ষকগণ, ৪৩ তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ক্যাডারগণ, অভিভাবকগণ এবং পরিবারের সদস্যবৃন্দ।
বিসিএস পরিক্ষার্থীদের প্রস্তুতিকে গোছানো ও সহজ করতে ৪১তম বিসিএস থেকে যাত্রা শুরু করা উত্তরণ একাডেমি ৪৩তম বিসিএসে এসে তাদের সফলতার ধারা আরোও সুউচ্চ করেছে। সম্প্রতি প্রকাশিত ৪৩তম বিসিএস-এর চূড়ান্ত ফলাফলে সর্বমোট ২১৬৩টি ক্যাডার পদের মধ্যে উত্তরণের সাহচর্যে ক্যাডার পদে এ পর্যন্ত সুপারিশ পেয়েছেন ৫২৯ জন। সিভিল সার্ভিসের ২৬টি ক্যাডার পদের মধ্যে প্রার্থীদের পছন্দে এগিয়ে থাকে বিসিএস (প্রশাসন), বিসিএস (পররাষ্ট্র) এবং বিসিএস (পুলিশ) সার্ভিস। এই তিনটি ক্যাডার পদেই এবার উত্তরণের আধিপত্য দৃষ্টি কাড়ার মত।
প্রশাসন, পররাষ্ট্র এবং পুলিশ ক্যাডারে এবার যারা প্রথম হয়েছেন তাঁদের সবাই উত্তরণের সান্নিধ্যে ছিলেন। এই পাওয়া যেন উত্তরণ এবং উদ্ভাস-উন্মেষ পরিবারের এক অনন্য অর্জন। এছাড়াও, পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ২৫ জনের মধ্যে ১২ জন, প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ৩০০ জনের মধ্যে ১২৫ জন, পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ১০০ জনের মধ্যে ২৪ জন ক্যাডারের পথচলায় যুক্ত ছিল উত্তরণ।
মহান ভাষার মাসের এই অনুষ্ঠানের আবহ এবং বৈচিত্র্যে তুলে ধরার চেষ্টা করা হয়েছে মা ও মাতৃভাষাকে। অনুষ্ঠানের প্রতিটি অংশে মাতৃভাষার প্রতি ভালোবাসা এবং মায়ের ভাষার প্রতি আবেগের সমারোহ ছিল এই অনুষ্ঠানের অনন্য বৈশিষ্ট্য। তাছাড়াও ৪৩তম বিসিএস প্রার্থীদের সাথে উত্তরণের যাত্রা, জীবন নিয়ে আশা-হতাশার গল্প, অদম্য মেধাবীদের নিরলস পথচলার কাহিনি আর মজার মজার কুইজ এসবকিছুই মাতিয়ে রেখেছিল অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের।
অনুষ্ঠানে সুপারিশপ্রাপ্ত ক্যাডার ও তাঁদের অভিভাবকদের অনুভূতি মোহিত করেছিল সবাইকে। সুপারিশপ্রাপ্ত ক্যাডারদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা প্রদর্শনপূর্বক এই বর্ণাঢ্য আয়োজনের ইতিটানা হয়।