৪১তম বিসিএসের চারজনের প্রার্থিতা বাতিল

সরকারি কর্ম কমিশন
সরকারি কর্ম কমিশন  © ফাইল ছবি

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনকারী একজন ও হাজিরা বহির্ভূত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণকারী তিনজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪১তম বিসিএস পরীক্ষা-২০১৯ এর লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার কারণে বিজ্ঞাপনের ৪৩(৬) নম্বর অনুচ্ছেদ, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর শর্ত এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষায় অপরাধমূলক আচরণের জন্য শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ নীতিমালা-২০০০ অনুযায়ী কমিশন কর্তৃক কয়েকজন প্রার্থীকে শাস্তি আরোপ করা হয়েছে।

আরো পড়ুন: প্রশ্নফাঁস হওয়ায় দিনাজপুর বোর্ডের এসএসসির চার পরীক্ষা স্থগিত

শাস্তিপ্রাপ্ত প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর ও শাস্তির ধরন হলো, রেজিস্ট্রেশন নম্বর ১৪০১৩০৩৩ এর সংশ্লিষ্ট পরীক্ষা বাতিল এবং ১১০৩৭৬৫৯, ১১১৩১৯৪৯ ও ১২০১১৫৫৩ নম্বরের পরীক্ষার্থীর সংশ্লিষ্ট পরীক্ষা বাতিলসহ ওই বছর এবং পরবর্তী এক বছর কমিশন কর্তৃক অনুষ্ঠেয় যে কোন পরীক্ষা এবং কমিশন কর্তৃক বিজ্ঞাপিত যে কোনো পদে আবেদন করার জন্য অযোগ্য।  প্রেস বিজ্ঞপ্তিটি কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।


সর্বশেষ সংবাদ