ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) ভোর ৫টা ৩৪ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কালো ব্যাজ ধারণ করে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে দিনটি শুরু হয়। 

দিনের অন্য কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মো. ফরাসউদ্দীনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণ করে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।

আরও পড়ুন: ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহিদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে ‘শোকাবহ ১৫ আগস্ট ও ভবিষ্যতের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজনও করা হয়েছে। 

অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মুহাম্মদ জিয়াউল হক মামুন, কোষাধ্যক্ষ ইশফাক এলাহী চৌধুরী, রেজিস্ট্রার, বিভিন্ন ডিপার্টমেন্টের চেয়ারম্যান, ডিন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ