দিয়া-নাসরিন-নিশায় বাংলাদেশের দ্বিতীয় স্বর্ণ জয়

স্বর্ণ বিজয়ী
স্বর্ণ বিজয়ী   © টিডিসি ফটো

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং আর্চারির মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণ জয়ের পর এবার রিকার্ভ নারীদের দলগত ইভেন্টেও স্বর্ণ জিতেছে বাংলাদেশ।

এ চ্যাম্পিয়নশিপে নাসরিন-দিয়া-নিশার নৈপুণ্যে দ্বিতীয় স্বর্ণ জয় করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শনিবার থাইল্যান্ডের ফুকেটে ফাইনালে ভারতের পুনিয়া-রিধি-ভারমার দলকে ৫-৪ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জিতে তারা।

এই আসরে একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশ। শনিবার তিনটি ব্রোঞ্জ পদকের লড়াইয়েও অংশ নেবে বাংলাদেশের আর্চাররা।

শুক্রবার (১৮ মার্চ) কোয়ার্টার ও সেমিফাইনালে ৬-০ সেটে বাংলাদেশ মিশ্র দল থাইল্যান্ড ও কাজাখিস্তানকে হারায়। তবে এদিন কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ জুটি সেমিফাইনালে উঠতে পারেনি।

আরও পড়ুন : ঢাবির বঙ্গবন্ধু হলে শিক্ষার্থী নির্যাতন, তদন্তে বিলম্ব

এর আগে রোমান সানা, দিয়া সিদ্দিকী ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ছাড়াও আরও ১০ আর্চার বাংলাদেশ থেকে অংশ নেন এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টে।

তারা হলেন- রাম কৃষ্ণ সাহা, মো. সাগর ইসলাম, নাসরিন আক্তার, ফামিদা সুলতানা নিশা, নেওয়াজ আহমেদ রাকিব, মিঠু রহমান, মো. সোহেল রানা, হিমু বাছাড়, রোকসানা আক্তার ও শ্যামলী রায়। কিন্তু শেষ পর্যন্ত পদক জয়ের লড়াইয়ে রোমান, রুবেল, দিয়া ও নাসরিনই টিকে রইল।


সর্বশেষ সংবাদ