আইইউবিএটি ভিসি পদে ফের নিয়োগ পেলেন অধ্যাপক আব্দুর রব

অধ্যাপক ড. আব্দুর রব মিয়া
অধ্যাপক ড. আব্দুর রব মিয়া  © সংগৃহীত

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ভিসি পদে আবারও নিয়োগ পেলেন অধ্যাপক ড. আব্দুর রব মিয়া। আগামী চার বছর তিনি এ পদে দ্বায়িত্ব পালন করবেন।

গত ৫ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ৩১ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. আব্দুর রব মিয়াকে যোগদানের তারিখ হতে চার বছরের জন্য ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি, ঢাকা-এর ডাইস চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

এর আগে ২০১৮ সালের ৩ জানুয়ারি অধ্যাপক ড. আব্দুর রব মিয়া চার বছরের জন্য এই বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে যোগদান করেছিলে। সেই হিসেবে গত ৩ জানুয়ারি শেষ হয় তারা মেয়াদ। এর একদিন পর গত ৫ জানুয়ারি ভিসি হিসেবে আবারও নিয়োগ পেলেন অধ্যাপক ড. আব্দুর রব মিয়া।

অধ্যাপক ড. আব্দুর রব ইউরোপের দেশ সার্বিয়ার রাজধানী বেলগ্রেড থেকে ডক্টরেট, ইন্ডিয়ানা থেকে এমবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে এম.কম এবং অস্ট্রেলিয়া থেকে সিএমসি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে অধ্যাপক রব ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক  ছিলেন।


সর্বশেষ সংবাদ