ডিআইইউতে ‘ব্যবসা ও ভোক্তাদের ওপর মহামারির প্রভাব’ নিয়ে ওয়েবিনার

ওয়েবিনারের পোস্টার
ওয়েবিনারের পোস্টার  © টিডিসি ফটো

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ‘ব্যবসা এবং ভোক্তাদের উপর মহামারির প্রভাব ও একইসঙ্গে বিপণনের প্রবণতা’ শীর্ষক ওয়েবিনারের আয়োজন করা হয়েছে৷ আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এবং ব্যবসা প্রশাসন বিভাগের যৌথ উদ্যােগে অনুষ্ঠানটির আয়োজন করা হয়৷

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (এমপি) এবং স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সোহাগ দত্ত।

আরও পড়ুন: বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাকৃবি

ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক হাসিনা পারভীন জলির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ভারতের অমৃত বিশ্ব বিদ্যাপীঠের অ্যাডজাঙ্কট প্রফেসর এবং আরএইচও কনসাল্টিং (প্রাইভেট) লিমিটেডের পরিচালক ড. পি রবীন্দ্রনাথ (সিএমসি)।

এ সময় বক্তারা করোনাকালীন ব্যবসা এবং ভোক্তাদের উপর মহামারির প্রভাব ও একইসঙ্গে বিপণনের প্রবণতাসহ নানা প্রসঙ্গ তুলে ধরেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence