জাতীয় শোক দিবসে মাছের পোনা অবমুক্ত করবে লিডিং ইউনিভার্সিটি

লিডিং ইউনিভার্সিটি
লিডিং ইউনিভার্সিটি  © ফাইল ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লিডিং ইউনিভার্সিটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মসূচির মধ‍্যে ১৫ আগস্ট জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ করা হবে।

পরে সকাল ১০:৪৫টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ প্রদর্শন, মুজিববর্ষ উপলক্ষে চলমান দশ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের নিকট দেশীয় নিমের চারা বিতরণ করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আনুষ্ঠানিক সকল কর্মসূচির পরে সকাল সাড়ে ১১টায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজ করা হবে। এরপর ক্যাম্পাস প্রাঙ্গণে অবস্থিত পুকুরে এবং পরে উম্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হবে।


সর্বশেষ সংবাদ