হার্ভার্ড-এমআইটির মতো ব্র্যাক ইউনিভার্সিটিতে অনলাইন লার্নিং প্লাটফর্ম চালু

  © টিডিসি ফটো

করোনা মহামারীতে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে হার্ভার্ড-এমআইটি বিশ্ববিদ্যালয়ের আদলে বিশ্বমানের নিজস্ব অনলাইন লার্নিং প্লাটফর্ম তৈরি করছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক। এই অনলাইন লার্নিং প্লাটফর্ম এর নাম দেওয়া হয়েছে ‘বিইউএক্স’। অনলাইন এই প্লাটফর্মে দুর্বল ইন্টারনেট ব্যবস্থাতেও শিক্ষার্থীরা যে কোনো স্থান থেকে স্বচ্ছন্দে ও মিথস্ক্রিয়ভাবে ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন। আজ সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি বলা হয়েছে।

অভিনব ও বিশ্বমানের এই প্লাটফর্ম সম্পর্কে ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ভিনসেন্ট চ্যাং, পিএইচডি বলেন, স্প্রিং-২০২০ সেমিস্টারে অনলাইন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হই। ‘বিইউএক্স’ এর অনলাইন শিক্ষণ পদ্ধতি হবে ভিন্নধাঁচের যেখানে শিক্ষকরা জুমের মতো ভিডিও কনফারেন্সিং টুলস ব্যবহার করে পাঠদান করাবেন। এখানে আরও অনেক সুবিধা রয়েছে। শিক্ষা পদ্ধতির এই রুপান্তর কোর্স আধুনিকায়নের সুযোগ ঘটিয়ে আন্তর্জাতিক মানের হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

দুর্বল ইন্টারনেট ব্যবস্থাতেও ‘বিইউএক্স’ এর কার্যক্রম চালু থাকবে বলে জানান প্রফেসর ভিনসেন্ট চ্যাং। তিনি বলেন, শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবস্থা উন্নত করতে যথাসাধ্য চেষ্টা করছি আমরা। ইন্টারনেট প্যাকেজ এবং ব্রডব্যান্ড সহায়তা করা হবে। প্রয়োজন হলে দুস্থ শিক্ষার্থীদের হার্ডওয়্যার প্রদান করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিমধ্যে সামার-২০২০ সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য সকল নন-টিউশন ফি মওকুফ করা হয়েছে। এছাড়া করোনা মহামারীতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে ব্যহত না হয় সেজন্য ১৫ কোটি টাকার স্টুডেন্ট অ্যাসিসটেন্স ফান্ড গঠন করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। নবগঠিত এই তহবিল সেমিস্টারের মোট টিউশন এবং ফি এর প্রায় ২৫ শতাংশ।

টিউশন ফি কমানো, আর্থিক ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের অর্থসহায়তাসহ তাদের উন্নতমানের ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে স্টুডেন্ট অ্যাসিসটেন্স ফান্ডের অর্থ ব্যয় করা হবে। এছাড়া পূর্বের ন্যায় চাহিদাভিত্তিক ও মেধাভিত্তিক স্কলারশিপ চালু রাখার ঘোষণা দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence