শিক্ষার্থীদের খেলাধুলাও জরুরি: আইআইইউসি উপাচার্য
- আইআইইউসি প্রতিনিধি
- প্রকাশ: ০৪ মার্চ ২০২০, ১০:৪৪ PM , আপডেট: ০৪ মার্চ ২০২০, ১০:৪৪ PM
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) উপাচার্য অধ্যাপক কে. এম. গোলাম মহিউদ্দিন বলেছেন, শিক্ষার্থীদের যোগ্যতা প্রমাণে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে। পড়াশুনার পাশাপাশি শৃঙ্খলার জন্য তাদের খেলাধুলায় অংশগ্রহণও দরকার রয়েছে। আর যোগ্যতা প্রমাণের জন্য প্রতিযোগিতার প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বুধবার আইআইইউসির স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশন (স্ট্যাড) আয়োজিত ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ অভিমত ব্যক্ত করেন।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের অতিরিক্ত পরিচালক কবি চৌধুরী গোলাম মাওলার সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসানউল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মো. মামুনুর রশীদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসানউল্লাহ বলেন, ক্রীড়ার মাধ্যমে সম্পর্কের সেতুবন্ধন রচিত হয়। তিনি বলেন, ক্রীড়া প্রতিযোগিতা মানেই একটা মিলনমেলা আর এই মিলনমেলা ভ্রাতৃত্ববোধ ও সহনশীলতা বাড়ায়। তাই শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, খেলাধুলা নিয়ম মানার চর্চা বাড়ায়। সুপ্ত প্রতিভার বিকাশে এখানে সর্বাত্মক পৃষ্ঠপোষকতা প্রদান করা হয় এবং বিষয়টিকে আইআইইউসি গুরুত্বের সাথে দেখে। তাই পুঁথিগত বিদ্যার বাইরে অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্য এই বিশ্ববিদ্যালয়ে আলাদা একটি বিভাগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আলোচনা অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতার ১৩টি ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন অধ্যাপক কে. এম. গোলাম মহিউদ্দিন। ক্রীড়া প্রতিযোগিতার সেরা ক্রীড়াবিদের পুরস্কার গ্রহণ করেন ইকোনমিক্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ছাত্র রবিউল হাসান তানভির।