কক্সবাজারে ইয়াবা সেবন, নর্থ সাউথ-আইউবির দুই শিক্ষার্থীর মৃত্যু

আবির রহমান রুমি ও  মোহাম্মদ আরিফিন
আবির রহমান রুমি ও মোহাম্মদ আরিফিন  © টিডিসি ফটো

কক্সবাজারে বেড়াতে এসে অতিরিক্ত ইয়াবা সেবন করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া আবির রহমান রুমি (২৪) ও মোহাম্মদ আরিফিন (২৫) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) পৃথকভাবে দুই বন্ধুর মৃত্যুর হয়।

এদের মধ্যে আবির রহমান রুমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন। অপর বন্ধু মোহাম্মদ আরিফিন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ছাত্র ছিলেন। আবির কক্সবাজার সদর হাসপাতালে ও আরিফিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

সূত্র জানায়, ৩১ জানুয়ারি তারা ৪ বন্ধু কক্সবাজারে বেড়াতে এসে পর্যটন এলাকার লং বিচ হোটেলে ওঠে। এই হোটেলেই ইয়াবা সেবন করে ৪ বন্ধু। পরে তাদের অবস্থা খারাপ হলে ২ জনকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আবির। পরে গুরুতর অবস্থায় আরিফিনকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আবির ঢাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও আরিফিন ঢাকার ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আবিরের বাড়ি ঢাকার মালিবাগে চৌধুরী পাড়ায় ও আরিফিনের বাসা ঢাকার পুরান ঢাকায়।

কক্সবাজার সদর হাসপাতাল সূত্র জানায়, রোববার সকালে মুনতাসির তাহামিদ নিসর্গ নামের এক ব্যক্তি তার বন্ধু আবির রহমান রুমিকে সদর হাসপাতালে নিয়ে আসে। অতিরিক্ত ইয়াবা সেবনের কারণে রোগীর শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মাসুম খান জানান, আবির ও আরিফিন কয়েক বন্ধু কক্সবাজারে বেড়াতে আসে হোটেল লং বিচে উঠে। ইয়াবা সেবনে আবির ও আরিফিন অসুস্থ হয়ে পড়ে। আরিফিন ঢাকায় চলে গেলেও আবিরের অবস্থা খারাপ থাকায় তাকে ঢাকায় নেয়া সম্ভব হয়নি। কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবির মারা যায়। আবিরের বাবা মিজানুর রহমান বিনা ময়নাতদন্তের লাশ দাফনের অনুমতি চেয়ে কক্সবাজার জেলা ম্যাজিস্ট্রেটের বরাবর আবেদন করে। পিতার আবেদনের প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে লাশ গত রাতে ঢাকায় নিয়ে যাওয়া হয়।


সর্বশেষ সংবাদ