সামাজিক নেতৃত্ব গড়ে তুলছে ইডিইউ শিক্ষার্থীরা

কম্বল বিতরণী অনুষ্ঠান
কম্বল বিতরণী অনুষ্ঠান  © টিডিসি ফটো

সুবিধাবঞ্চিতদের মাঝে ইংরেজি নববর্ষের আনন্দ ছড়িয়ে দিতে শীতবস্ত্র বিতরণ করেছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) সোশ্যাল সার্ভিস ক্লাব। এসব কর্মসূচীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা সামাজিক নেতৃত্ব গড়ে তুলছেন।

বুধবার (০১ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরীর পথে পথে রাত কাটানো উদ্বাস্তুদের শীতের কষ্ট লাঘবে রাস্তায় হেঁটে শীতবস্ত্র বিতরণ করে ক্লাবের সদস্যরা। এসময় শহরের সিআরবি এলাকার দুস্থ শিশু ও বৃদ্ধদের মাঝে প্রায় দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান শীতার্তদের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান বলেন, সাম্প্রতিক শৈত্যপ্রবাহে দেশের আনছে-কানাচে অনেকেরই বেশ কষ্ট হয়েছে। শীতবস্ত্রের অভাবে শহরের খোলা উদ্যান, রেলস্টেশন, লঞ্চঘাট, রাস্তার পাশে ঘরহীন মানুষেরা কষ্টে দিনযাপন করছে। তাদের কষ্ট লাঘবে ইডিইউর সোশ্যাল সার্ভিস ক্লাবের শিক্ষার্থীদের এগিয়ে আসা উৎসাহব্যঞ্জক। একইসাথে সরকার ও সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসা উচিৎ।

বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মাঝে পড়ালেখার পাশাপাশি সামাজিক-প্রাতিষ্ঠানিক নেতৃত্ব গড়ে তুলতে কাজ করছে, যার মূলভিত্তিই হলো সহানুভূতি ও নৈতিকতা। অন্য মানুষের দুঃখ-কষ্ট যাকে ছোঁয় না, তার পক্ষে সমাজের উপকারে আসা সম্ভব হয় না কখনো। ইডিইউতে বর্তমানে ১৫টি ক্লাব রয়েছে। ক্লাবগুলো এ ধরনের নেতৃত্ব তৈরিতে মুখ্য ভূমিকা পালন করছে।

ইডিইউ সোশ্যাল সার্ভিস ক্লাবের এডভাইজর সহকারী অধ্যাপক ফাহমিদা আক্তার ও কনভেনার প্রশান্ত ভৌমিকের সার্বিক তত্ত্বাবধানে এসময় আরো উপস্থিত ছিলেন ইডিইউর স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসোসিয়েট ডিন ড. মুহাম্মদ নাজিম উদ্দিন, স্কুল অব বিজনেসের অ্যাসোসিয়েট ডিন ড. মুহাম্মদ রকিবুল কবির, প্রক্টর অনন্যা নন্দী, সহকারী অধ্যাপক রবিউল হোসেন দোভাষ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence