সিরাতুন্নবী পালন উপলক্ষে মানারাতে আলোচনা সভা
- আসমাউল মুত্তাকিন, মানারাত প্রতিনিধি
- প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯, ০৩:১৯ PM , আপডেট: ২১ নভেম্বর ২০১৯, ০৩:১৯ PM
রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এমআইইউ) সিরাতুন্নবী (সা.) পালন উপলক্ষে ‘মোরালিটি অ্যান্ড ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ: প্রফেট মুহাম্মদ (সা.) অ্যাজ এ মডেল’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২০ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের কর্ডোভা হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য হাফিজুল ইসলাম মিয়া। সেন্টার ফর জেনারেল এডুকেশন (সিজিইডি) উদ্যোগে এ সেমিনার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুর ইসলামের স্বাগত বক্তৃতার মধ্য দিয়ে শুরু হওয়া সেমিনারে মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ও বিজ্ঞানী ড. চৌধুরী মাহমুদ হাসান এবং ইসলামিক চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব ড. মীর মনজুর মাহমুদ।
সেমিনারে সভাপতিত্ব করেন প্রফেসর ড. মো. আবদুস সামাদ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর জেনারেল এডুকেশনের কো-অর্ডিনেটর ও সহকারী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ। সঞ্চালনা করেন ড. মুহাম্মদ ওবায়দুল্লাহ।
অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পাবলিক রিলেশন্স অ্যান্ড স্টুডেন্টস অ্যাফেয়ার্সের ভারপ্রাপ্ত পরিচালক ও কন্ট্রোলার অব এক্সামিনেশন্স এ এইচ এম আবু সায়ীদ, সেন্টার ফর জেনারেল এডুকেশনের সহকারী অধ্যাপক ড. সাবিহা সুলতানা, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা জামান, সেন্টার ফর জেনারেল এডুকেশনের সহকারী অধ্যাপক আবু আইয়ুব মো. ইব্রাহিম, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহবুব আলম, মো. নুরুল হুদ রাজিব, আশিকুন্নবী প্রমুখ।
সেমিনারে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষ হয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের নবী রাসুল (সা.) আদর্শ অনুসরণ করার আহবান জানান।
সেমিনার শেষে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।