ইউল্যাবে ডেঙ্গু প্রতিরোধে সতর্কতামূলক অভিযান শুরু

  © টিডিসি ফটো

ইউল্যাবে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও সতর্কতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ আগস্ট) ধানমন্ডি ক্যাম্পাসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি শিক্ষার্থীদেরকে সমাজের বিবেক উল্লেখ করে ডেঙ্গু সমস্যা সমাধানে সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধতা ও নাগরিক চেতনাবোধ থেকে সবার আগে তাদেরকে এগিয়ে আসার আহবান জানান। এডিস মশা যাতে আমাদের ঘরবাড়ি, শিক্ষাঙ্গন বা কর্মক্ষেত্রে বাসা বাঁধতে না পারে সে বিষয়ে করণীয় সম্পর্কে আলোচনা করেন। ইউল্যাবের ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. জহিরুল হক এ সময় বক্তব্য প্রদান করেন। তিনি সবাইকে নিজ উদ্যোগে সচেতন হবার আহ্বান জানান।

সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ধানমন্ডিস্থ ৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ডেঙ্গু রোধে করণীয় ও সতর্কতা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানের যাত্রা ইউল্যাব থেকে শুরু হয়।

অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে রয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মুহাম্মাদ আলী নকী, ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তুজা, বিজয় টিভির নির্বাহী পরিচালক নায়লা বারী, ইউল্যাবের রেজিস্ট্রার অধ্যাপক আখতার আহমেদ এসময় উপস্থিত ছিলেন।

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ডেঙ্গু রোধে করণীয় ও সতর্কতা শীর্ষক একটি ইনফোগ্রাফ সবার সামনে উপস্থাপন করেন। অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষক, শিক্ষার্থীসহ ইউল্যাবের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence